হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ২৫ নারী-পুরুষ আটক

কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকায় আবাসিক হোটেলে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি কটেজ থেকে ২৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২ মার্চ) ভার রাত ৩ টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু হোটেল ও কটেজে দিন দুপুরে চলছে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, প্রতারণাসহ অসামাজিক কার্যকলাপ।

এসব অপরাধ দমনে বিশেষ টিম গঠন করে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ। যার প্রেক্ষিতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ার কটেজ জোন এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত ৯ জন নারী এবং ১৬ জন পুরুষসহ মোট ২৫ জনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- চকরিয়ার উত্তর কাহারিয়া ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে মো. ইউনুস, কক্সবাজার শহরের কলাতলীর আব্দুল আজিজের ছেলে ইমাম হোসেন, চকরিয়ার ভরামহুরী এলাকার ফেরদৌস আহমদের ছেলে মো. রুবেল, শহরের কলাতলীর আবুল কালামের ছেলে মো. রাব্বি, লক্ষ্মীপুর লামচর এলাকার মো. হারুনের ছেলে মো. বিপ্লব, কিশোরগঞ্জের সরওয়ার জাহানের ছেলে ইয়াহিয়া, চট্টগ্রাম সাতকানিয়ার বাবুল বড়ুয়ার ছেলে বিপুল বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অরবিন্দ বড়ুয়া জনপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম সাতকানিয়ার মৃত অসীম বড়ুয়ার ছেলে সবুজ বড়ুয়া, মহেশখালীর আব্দুল মোনাফের ছেলে রুবেল, চট্টগ্রাম লোহাগড়ার জাহিদ মোল্লার ছেলে তামিম মোল্লা, নোয়াখালীর বালুচরা এলাকার জাকির হোসেনের ছেলে রিফাত, শহরের নাজিরারটেকের আমান উল্লাহর ছেলে শওকত ওসমান, চট্টগ্রাম আনোয়ারার আবু সৈয়দের ছেলে মো. লোকমান, চকরিয়ার বদরখালীর জামাল উদ্দিনের ছেলে ফোরকান, সিরাজগঞ্জের শরীফ সলঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে মো. নান্নু, গাজীপুর টংগীর মজিবুর হোসেনের মেয়ে নোহা জাহান, ময়মনসিংহ ফরাজিবাড়ি এলাকার মনির হোসেনের স্ত্রী নূরী, ঈদগাঁ পূর্ব নাপিতখালির বেলালের মেয়ে জোবাইদা আক্তার, উখিয়ার জয়নাল উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার, ঢাকার যাত্রাবাড়ী থানার সম্রাট আহমেদের মেয়ে আফরিন আক্তার, চট্টগ্রাম বাঁশখালীর আব্দুল মজিদের মেয়ে ঝিনুক, ঈদগাঁও বাঁশখালীর আলী হোসেনের মেয়ে শারমিন, গাজীপুর চোরাস্তা এলাকার আজগর আলীর মেয়ে ফাতেমা ও ঢাকা মুগদা থানা এলাকার রমজানের মেয়ে নিলা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //