যশোরে নিখোঁজের ১৯ ঘণ্টার পর শ্রমিকের লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে এমভি তিশান কার্গো জাহাজ থেকে টিএসপি সার আনলোড করার সময় ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক কাইয়ুম সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা সময় তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম সরদার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে। 

গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার মহাকাল এলাকার মিস্ত্রীপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিং এর ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেখানে কাজ করার সময় সারের বস্তা নিয়ে পা পিছলে ভৈরব নদে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে। 

কাইয়ুমের শ্যালক ও হ্যান্ডেলিং শ্রমিক ইয়াছিন মোল্লা বলেন, আমি ও কাইয়ুম ভাই এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। এমন সময় মাথায় বস্তাসহ কাইয়ুম পানিতে পড়ে যান। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন সহায়তা করা হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশ ট্রেডিং অনেক বড় একটা কোম্পানি কিন্তু তাদের ঘাট লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুমের পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে নেই। স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাই দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা করার দাবি করেন।

উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে দেশ ট্র্রেডিংয়ের অফিস বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল জানান, মাথায় বস্তাসহ কাইয়ুম নদে পড়ে যান। দীর্ঘ ১৯ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তাদের নেক দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। দুপুর দুইটার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //