মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ার সেই নবজাতক

মারা গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নীচ থেকে উদ্ধার হওয়া নবজাতকটি। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এনআইসিইউতে নবজাতক কন্যা শিশুটি মারা যায়৷

বিষয়টি নিশ্চিন্ত করে হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স হালিমা বেগম জানান, নবজাতকটিকে মুখমণ্ডল, হাত ও পা পোকামাকড় ক্ষতবিক্ষত করায় শারীরিকভাবে সে অনেক দুর্বল হয়ে পড়ে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যায় সে মারা যায়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার মধ্যরাতে জেলা শহরের মেড্ডা পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় একটি কালভার্টের নিচে স্থানীয় পাহারাদারের কানে একটি শিশুর কান্না ভেসে আসছিল। কান্না শব্দে একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক পাওয়া যায়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় কামডে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই অবস্থায় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //