উখিয়ায় আরসার ২ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া মধুরছড়া এলাকা থেকে আরসার গান গ্রুপের দুই সক্রিয় সদস্য যুবায়ের ও শফিউল্লাহকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১৫। এসময় তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোনোফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে শফিউল্লাহ (২৪)।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানায়, ১০ ফেব্রুয়ারি গভীর রাতে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতেন। উদ্ধারকৃত আলমতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //