তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের বিরুদ্ধে ঝিনাইদহ পৌর মেয়র

ঝিনাইদহ পৌরসভার মেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের নির্দেশনায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ এবং পৌরসভার লাইসেন্সিং অফিসার মো. আকরাম হোসেনের সহায়তায় আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ পৌরসভার সদর হাসপাতালের সামনের প্রায় ৩০টি দোকান থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়েছে। 

সেসময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, পৌরসভার লাইসেন্সিং অফিসার মো. আকরাম হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। 

এছাড়া স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন পদ্ম সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, জেলায় কর্মরত সংগঠনের প্রতিনিধি এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. নাছির উদ্দীন বিশ্বাস, পদ্মা ইয়ুথ ইনিসিয়েটিভের সমন্বয়কারী মো. মেহেদী হাসান এবং দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //