এবার রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ জন নিহত

দুটি পৃথক ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় কর্মী নিহতের পর এবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে একই সংগঠনের দুইজন গুলিতে মারা গেছেন।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজার ব্রিজপাড়ায় এই খুনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আশীষ চাকমা ও দীপায়ন চাকমা নামে ইউপিডিএফের দুজন মারা গেছেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা। ইউপি চেয়ারম্যান অতুলাল জানান, ‘ইউপিডিএফ প্রসিত দলের দুজন গুলিতে মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি।’

নিহতের খবর নিশ্চিত করে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘মাচালংয়ে আমাদের পার্টির দুইজন সদস্য মারা গেছেন। নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। আমরা বিবৃতিতে ঘটনা তুলে ধরব।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, ‘বাঘাইছড়ির মাচালং এলাকায় নিহতের খবর শুনেছি। কেউ বলছে একজন, কেউ বলছে দুইজন। তবে আমরা এখনও এটি নিশ্চিত হতে পারিনি।’

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়ায় গুলি করে ইউপিডিএফের চার নেতাকে হত্যা করা হয়। দেড় মাসের মাথায় চলতি বছরের ২৪ জানুয়ারি জেলার মহালছড়ি উপজেলায় আরো দুইজনকে হত্যা করা হয়েছিল। সর্বশেষ আজ ৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আরো দুইজন খুন হলেন ইউপিডিএফের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //