খাদ্যমন্ত্রীর অভিযানে অটো রাইসমিলকে ১ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহে অটো রাইসমিলে অতিরিক্ত ধান মজুদ রাখায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরের হাটগোপালপুরের শুভ প্রগতি এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের ধানের গোডাউনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়াসহ প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিল মালিক তপন কুন্ডুকে সতর্ক করার পাশাপাশি অতিরিক্ত ধান মজুদ রাখবে না বলে মুসলেকা নেওয়া হয়।  

এসময় খাদ্যমন্ত্রী বলেন, এখানে যে পরিমাণ ধানের মজুদ থাকার কথা তার চেয়ে বেশি রয়েছে। যা চরম আইনের লঙ্ঘন। তাকে সতর্ক করা হলো। তিনি যদি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে আরও বড় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, এখানে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি তাদের মনিটরিং করবে। চাল বাজারজাত কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মিলটি আপাতত বন্ধ করা হলো না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //