একই যন্ত্রপাতি-ঔষধ বার বার ব্যবহার, হাসপাতালকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নিউ শমরিতা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে নানান অসঙ্গতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ। তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়।

ডা. শামীমা সুলতানা জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতাল বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়ায় হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। এসব যন্ত্রপাতি একবারের বেশি কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম নেই। কিন্তু ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ঔষধগুলো বার বার ব্যবহৃত হচ্ছিলো। তাছাড়া প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি সর্তক করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //