বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল কাস্টমস হাউসে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের ১৮৩টি দেশে দিবসটি উদযাপন করা হয়।

কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ভ্যাট ও প্রশাসন) মিজ ফারজানা আফরোজ।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আবদুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. কামরুজ্জামান, যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, হাফিজুল ইসলাম ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান।

আরো বক্তব্য রাখেন- ডেপুটি কমিশনার ছৈয়দুল আলম, প্রভাত কুমার সিংহ, রবীন্দ্র সিংহ, রাফেজা সুলতানা।

এসময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //