পাহাড় থেকে বিপুল অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় নামে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরসা সদস্য হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের সোর্স হিসেবে কাজ করতেন তিনি। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহিন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল তারা৷ 

তিনি বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার করা হতো৷ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা৷

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //