জামালপুরে ফ্রি-ফায়ার গেম কেড়ে নিলো ২ বন্ধুর প্রাণ

জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর প্রাণহানি ঘটেছে।

আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে মেলান্দহের দুরমুঠের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (১৯) মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে। তিনি ইসলামপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। অপর নিহত মজিবর রহমান (১৮) একই এলাকার শহিদুর রহমানের ছেলে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিলেন। এসময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবকের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পাননি।

জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, লাশ উদ্ধারের জন্য জিআরপি পুলিশ ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের পর অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //