ঢাকা-১৯: কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাভারের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলো প্রায় ভোটার শূন্য।

রেডিও কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মামুন উর রশিদ বলেন, সকালের দিকে উপস্থিতি একটু কম। আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়বে।

ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী নৌকা প্রতীকে এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ ও ট্রাক প্রতীকে অপর স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী কাঁঠাল প্রতীকে আইরীন পারভীন, তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীকে মাহাবুবুল হাসান, গণ ফ্রন্ট্রের প্রার্থী মাছ প্রতীকে  নূরুল আমীন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডাব প্রতীকে মিলন কুমার ভঞ্জ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকে মো. ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী একতারা প্রতীকে মো. জুলহাস ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী নোঙ্গর প্রতীকে মো. সাইফুল ইসলাম অংশ নিয়েছেন। এবার ঢাকা-১৯ আসনে ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবেন।

রবিবার সকালে সাভারের জামসিং এলাকায় শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এ গিয়ে দেখা যায়, এ কেন্দ্রে মোট মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ৯৮৯ জন। কেন্দ্রটিতে সকাল ১০ টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭৬ জন। একই বিদ্যালয়ের কেন্দ্র-২ এ নারী ভোটার সংখ্যা ২ হাজার ১২ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫৪ জন। মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ ভোট কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ৪২৩ জন। সকাল ১০ টা পর্যন্ত ভোট দেন ১০৭ জন।

এদিকে সকাল ৯ টার দিকে সাভারের রেডিও কলোনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪১১ জন। ভোট দিয়েছেন ২৬ জন ভোটার। পুরুষদের কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩১৪ জন। ভোট দিয়েছেন ৭০ জন। অধিকাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র হিসেবে ঈগল ও ট্রাক প্রতীকের প্রার্থীর বাইরে অন্য কোন প্রতীকের প্রার্থীদের এজেন্ট নেই। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম। আশা করছি ধীরে ধীরে উপস্থিতি বাড়বে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //