৩ দিন বন্ধ ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেন’

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন যাত্রীর মৃত্যুর ঘটনায় বেনাপোল থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি  তিনদিন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আরও ২১টি ট্রেন এই  তিনদিন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর। 

আজ শনিবার (৬ জানুয়ারি), আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) ও আগামী সোমবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ২২ টি ট্রেন চলাচল বন্ধ থাকবে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার শাহিদুজ্জামান।

তিনি আরও জানান, অনিবার্য কারণবশত আজ শনিবার ও কাল রবিবার ও আগামী সোমবার বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি মহানন্দা আপ-ডাউন, রকেট আপ-গাউন, পদ্মরাগ ২১-২২, রংপুর শাটল ৯৭-৯৮, ঢাকা কমিউটার-৯৯, রাজশাহী কমিউটার ৫-৬ ও বগুড়া কমিউটার ৫-৬ আজ এবং কাল বন্ধ থাকবে।

এছাড়া চিলমারী কমিউটার ও লোকাল (৪৬২-৪৫৫- ৪৫৬-৪৬১) আজ আংশিক ভাবে চলবে এবং আগামীকাল পুরোপুরি বন্ধ থাকবে। ফলে ভোগান্তিতে পড়বে ভারত ফেরত যাত্রীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //