কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

কুড়িগ্রামে সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। মাঘ মাস শুরু না হলেও হাড় কাঁপানো শীতের ঠান্ডায় চরম বিপাকে এ অঞ্চলের মানুষ। অনেকেই ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে চরম বিপাকে।

কুড়িগ্রামে আজ শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অতিরিক্ত ঠান্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ঠান্ডার মাত্রা অনেক গুণ বেড়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের এ জনপদের মানুষজন। শীতবস্ত্র না থাকায় দরিদ্র শ্রেণির মানুষজনের কষ্ট আরো বেড়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, শুক্রবার জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এখন মৃদু শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তাপমাত্রা আরো কমতে পারে বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //