নির্বাচনী সহিংসতায় আতঙ্কিত টাঙ্গাইলবাসী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হতে না হতেই সহিংসতায় শঙ্কিত হয়ে উঠেছে টাঙ্গাইলের নির্বাচনী পরিবেশ। এরই মধ্যে জেলার আটটি আসনের মধ্যে তিনটি আসনের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরসহ কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ উঠেছে নৌকার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়াও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মন্টুর লাঠি নিয়ে অফিসের পাহারা দেয়ার ঘোষণা দেয়ার ঘটনা ঘটেছে। এর ফলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ কর্মী-সমর্থকরা। সহিংসতার এ সকল ঘটনায় ভীত হয়ে উঠছেন ভোটাররা বলেও দাবি করছেন স্বতন্ত্র প্রার্থীরা।সহিংসাতার ঘটনার প্রতিবাদে স্ব স্ব থানায় অভিযোগ দেয়াসহ জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা।

গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ও রাতে টাঙ্গাইল-২, ৩, ৫ ও ৭ আসনে নির্বাচনী সহিংসতার এ ঘটনা গুলো ঘটে।

 মঙ্গলবার রাতে হামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেনের ৪ নেতাকর্মীকে আহত করাসহ বাঘিল ইউনিয়নের চাকতা ও মগড়া ইউনিয়নের আয়নাপুর হাটখোলার নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- বাঘিল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন (৫০), মাহিনুর ইসলাম (১৮), মোতালেব হোসেন (৩৫) আর মো. হাবেল উদ্দিন (৭০)। এ হামলায় গুরুতর আহত স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক মুকুল হোসেনও মোতালেব হোসেন টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানার ৫ নেতাকর্মীকে আহত করাসহ উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের দুইটি নির্বাচনী অফিস ভাঙচুর হয়েছে। এছাড়াও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ভূঞাপুর কাচার বাজারস্থ ডেল্টা লাইভ ইনস্যুরেন্স কার্যালয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদারের নির্বাচনী সভায় হামলার একটি ঘটনা ঘটে। এছাড়া আজ বুধবার (২০ ডিসেম্বর) রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোপালপুরে টগর নামের এক ব্যক্তি প্রশাসনের হাতে আটক হয়েছে। 

 টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, মঙ্গলবার দুপুরে ভূঞাপুর কাচার বাজারস্থ ডেল্টা লাইভ ইনস্যুরেন্স কার্যালয়ে নির্বাচনী সভা চলাকালীন সময়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ক্যাডাররা হামলা করে। এসময় অফিসে ভাঙচুর ও হুমকি দেয়া হয়। এছাড়া আমাদের টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পরে পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি আমানুর রহমান খান রানা বলেন, উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে নৌকার কর্মীরা আমার দুইটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। বাঁধা দেয়ায় তার ৫ নেতাকর্মীকে মারপিট করেছে। এঘটনায় ঘাটাইল থানা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন বলেন, অংশগ্রহণ মূলক নির্বাচনের প্রয়োজনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইতোমধ্যে আমি দুইবার দলীয় প্রতীকে সদর আসনে নির্বাচন করেছি। ওই নির্বাচন গুলোতে কোনো সহিংস ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাতে আমার আয়নাপুর হাটখোলা অফিসের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলাসহ আগামী কালকের মধ্যে অফিস বন্ধ না করা হলেও তাদের হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়া হয়েছে। এর একঘণ্টা পর রাত ৯টার দিকে বাঘিল ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে চাকতা গ্রামের নির্বাচনী অফিস ভাঙচুর করাসহ আমার চারজন কর্মীকে আহত করা হয়েছে। আমার মনে হচ্ছে ভোটার উপস্থিতি কমানোর জন্য এটি একটি ষড়যন্ত্র। এ ঘটনায় থানা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হয়েছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর কর্মীদের উপর হামলার তথ্য পেয়ে হাসপাতাল পরিদর্শনে যাই। আহতদের দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, জেলার ৪টি আসনে সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া টাঙ্গাইল-২ আসনের প্রার্থীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। টাঙ্গাইল-৩ ও ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মন্টুকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইল -৫ (সদর) আসনের মৌখিক অভিযোগ পেয়েছি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //