বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর জর্ডন রোড এলাকা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) ভোরে ছাপাখানার কাচামাল ব্যবসায়ী আওলাদ হোসেনর ঘরে এই ঘটনা ঘটে। নিহত ইশরাত জাহান দুই সন্তানের জননী।

আওলাদ হোসেন জর্ডন রোডের একটি তিন তলা ভবনে তার দুই ছেলে মেয়ে নিয়ে থাকতো। এর সাথে গত ২ মাস ধরে তার বোনের মেয়ে কলেজ ছাত্রীও বসবাস করছে।

নিহতের স্বজনদের দাবি করেন, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন আওলাদ হোসেনের স্ত্রী ইশরাত জাহান। এর পরপরই একটি শব্দ পেয়ে তার স্বামী আওলাদ হোসেন সেখানে যান।

তিনিও চিৎকার দিলে ঘরের অন্যান্য সদস্যরা সেখানে গিয়ে ইশরাত জাহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ওই ভবনের অন্যান্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশর উপ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, বিষয়টি দুর্ঘটনা মনে হচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও ছেলেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //