চলন্ত ট্রেনে এলোপাথাড়ি পাথর নিক্ষেপ, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাথাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয়-জানা যায়নি।

আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা সদরের দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউট মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিলো। ট্রেনটি শহরের দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসলে কয়েকজন যুবক এলোপাথাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনা পাথরের আঘাতে একজন যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। তাই আহতের বিষয়ে জানা যায়নি। পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //