চুয়াডাঙ্গায় গরু মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় প্রথমবারের মত ব্যতিক্রম ত্রি-জেলা গরু মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসস্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

আজ শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দুইদিন ব্যাপী ত্রি-জেলা গরু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

মেলা কমিটিরি আহ্বায়ক সার্জেন (অবঃ) হাজ্জাজ আলী জানান, মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার রেজিস্ট্রেশনভুক্ত খামারীদের গরু প্রদর্শন, বিক্রি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ তিন জেলা থেকে ইতিমধ্যেই দেশী-বিদেশী উন্নত জাতের ২৫২টি গরু রেজিস্ট্রেশনভুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //