বিএনপি নির্বাচনে আসবে না: রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী সংসদ নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে না। কারণ তারা পিটিয়ে মানুষ মারে, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। তারা দেশের মানুষের জন্য কিছুই করেনি।

আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন চত্বরে ভারতের সাথে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্পের আত্ততায় নবনির্মিত চিলাহাটি আইকনিক স্টেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, পশ্চিমাঞ্চলের রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, মহা ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রমুখ। 

রেলমন্ত্রী সুজন বলেন, উন্নয়নের অগ্রযাত্রা যাতে থমকে না যায় সে কারণে দেশ বিরোধী বিএনপিকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //