নড়াইলে ৬২৮০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের আয়োজনে আজ শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ছয় হাজার ২৮০ জন কৃষকের মাঝে সার এবং বীজ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাশরাফি বিন মর্তুজা এমপির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, শাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //