চুয়াডাঙ্গায় ২ হাজার ৭২০ কৃষক পেল প্রণোদনার বীজ ও সার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ হাজার ৭২০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে ৪৬ লাখ ৩৫ হাজার ৫১৬ টাকা মূল্যের প্রণোদনার বিজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করা হয়। 

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।

অনুষ্ঠান শেষে ২ হাজার ৭২০ জন প্রান্তিক কৃষককে ৪৬ লাখ ৩৫ হাজার ৫১৬ টাকা মূল্যের  প্রণোদনার ভুট্টা, সরিষা, গম, মশুর,গম, শীতকালীন পেঁয়াজ ও পেঁয়াজের উপকরণ, বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //