সরিষাবাড়ী পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ অক্টোবর) সকালে আনন্দ শোভাযাত্রা ও পৌর মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মো. আব্দুর রহমান পৌরসভার মানোন্নয়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

পৌরসভা সূত্র জানায়, ১৯৯০ সালে সরিষাবাড়ী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২৫ বছর পর ২০২১ সালের ৩০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন প্রথমবারের মতো নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। এরআগের পৌর পরিষদ ২ কোটি ৮৬ লাখ টাকাসহ প্রায় ৫ কোটি ঋণ ও ২৬ মাস পর্যন্ত কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের বেতন বকেয়াসহ পৌরসভাকে নাজুক অবস্থায় রেখে যায়। মনির উদ্দিন মেয়র নির্বাচিত হওয়ার মাত্র ২ বছরের মধ্যে ঋণ ও বকেয়া পরিশোধ, প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ, টিআর প্রকল্পসহ বিভিন্ন খাতের অনিয়ম প্রতিরোধসহ আমূল পরিবর্তন হয়। সর্বশেষ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করায় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পৌরসভার হলরুমে মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। মেয়র মনির উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পৌরসভার সচিব আবু সাঈদের সভাপতিত্বে এসময় অন্যদের বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হক তরফদার, কাউন্সিলর মোহাম্মদ আলী, বাজার পরিদর্শক রশিদুজ্জামান লেবু, সরিষাবাড়ী বাস মালিক সমিতি ও আরামনগর হাট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর নিপ্পন মণ্ডল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //