টানা বৃষ্টিতে সাভার-আশুলিয়ায় জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া শ্রমিকসহ সাধারণ মানুষদের।

আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালে সাভারের অঞ্চলের বাইপাইল এলাকায় কাপরের মার্কেট, মাছের আড়ৎ ও কয়েকটি বহুতল ভবনের নিচ তলায় পানি উঠতে গেছে। 

এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে হাঁটু পরিমাণ পানি দেখা গেছে। যানবাহন চলাচলের সময় যন্ত্রাংশে পানি প্রবেশ করে বিকল হয়ে যাচ্ছে রাস্তায়। নোংরা পানি ছড়িয়ে গেছে সবজায়গায়। ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডের মাশরুম উন্নয়ন কেন্দ্রের সামনে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের পাশে থাকা ড্রেন উপচে ময়লা পানি বের হচ্ছে।


অন্যদিকে এ অঞ্চলের পলাশবাড়ী, বাইপাইল, জামগড়া, চিত্রশাইল, ভাদাইল, কাইচাবাড়িসহ কয়েকটি এলাকায় বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। বাইরে বৃষ্টি ও ঘরে পানিতে নাজেহাল অবস্থায় পার করছে এ অঞ্চলের মানুষ।

বাইপাইল করিম সুপার মার্কেটের ব্যবসায়ী নেছার উদ্দিন খান বলেন, গতকাল থেকে বৃষ্টি। একটু রেষ্ট নেই। আমার জিনিস পত্র সব নিচে রাখতে হয়। আজ সকালে এসে দেখি সব কিছু পানিতে ডুবে গেছে এক হাঁটু পরিমাণ পানি হয়েছে। 

মাছের আড়দের ব্যবসায়ী রবিন চন্দ্র বলেন, কি আর বলবো। রাত থেকে জেগে আছি। পানি আমাদের আড়তে প্রবেশ করতেছে আমরা দেখতেছি। কিন্তু কিছু করার নেই কারণে আশেপাশের সব জায়গায় পানি উঠেছে। আমাদের এখানে পানি এখন পায়ের গোড়ালি পর্যন্ত। 

টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ঢাকায় প্রবেশ মুখের একটি গুরুত্বপূর্ণ সড়ক। গতকাল দুপুর থেকে বৃষ্টিতে বাইপাইল ত্রীমোড় থেকে জামগড়া-নরসিংহপুর এলাকা পর্যন্ত সড়কে হাঁটুর উপরে পানি। 


সড়কে চলাচলরত প্রাইভেটকার চালক কাউসার হোসেন বলেন, আজ সকালে ঢাকা থেকে জামগড়ার বাসায় যাবো এর জন্য এসেছি। এখানে এসে দেখি বাইপাইলেই পানি এক হাঁটু। গাড়ির ভেতরে প্রায় পানি প্রবেশ করে। শুনেছি রাস্তায় হনাকি বিভিন্ন জায়গায় কোমর পানি রয়েছে। 

পলাশবাড়ীর বট তলা এলাকার বাড়ির মালিক রবিউল আওয়াল বলেন, এ কেমন বৃষ্টি হচ্ছে। আমাদের ঘর বাড়ি একদম তলিয়ে ফেললো। পানি বের হওয়ার জায়গাও নেই। চারদিকেই পানি। রুমের ভেতরে পানি বাইরে বৃষ্টি। ছেলে মেয়েরা রুমেও থাকতে পারছে না বাইরেও আসতে পারছে না। খুবই বিপদে রয়েছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //