একসঙ্গে ৩ কন্যা প্রসব

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। দরিদ্র অটোরিকশা চালকের ঘরে ফুটফুটে শিশুদের জন্ম হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও (মধ্যপাড়া) গ্রামে বাবার বাড়িতে নবজাতকদের জন্ম দেন ওই গৃহিণী।

তাসলিমা বেগম ওই গ্রামের নীল বাদশার মেয়ে এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটোভ্যান চালক আব্দুল হালিমের স্ত্রী।

প্রসূতির বাবা নীল বাদশা জানান, কিছুদিন আগে তাসলিমা বাচ্চা প্রসবের জন্য তার বাড়িতে আসেন। বুধবার সকালে তার প্রসব ব্যথা শুরু হয়। এরপর স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় তাসলিমা পর পর তিন কন্যা সন্তান প্রসব করে। তাসলিমা বেগমের ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছিল। তিনি নবজাতকের সার্বিক খোঁজখবর নিয়েছেন। মা ও নবজাতকরা সুস্থ আছে।

স্বাস্থ্যগত যেকোনো প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিবারটির পাশে থাকবে বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //