ঝিনাইদহ পৌর মেয়রের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

ঝিনাইদহ পৌরসভা মেয়রের প্রথম বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজন করে হয়েছে।  

এদিন সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন- ডিডিএলজি ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর সচিব মুস্তাক আহমেদ, পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় পৌর মেয়র বলেন, আমার ক্ষমতা প্রাপ্তির এক বছর আজ পূর্তি হলো। ঝিনাইদহের উন্নয়নে আমি আমার পৌর পরিষদকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঝিনাইদহবাসীকে আমরা পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত পৌরসভায় রূপদানের মাধ্যমে সবাইকে ভালো সুন্দর জীবন উপহার দিতে চাই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //