দেশের প্রথম রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন

১৮৫৯ সালে দেশে প্রথম নির্মিত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ১০ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৬৯০ টাকা ব্যয়ে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ও প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত পুলিশ

সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, এদেশের রেল যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আগে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল। এ সরকারের ভালো মানসিকতা থাকায় সে ব্যবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নের ফলে যাত্রী সেবা বাড়বে এবং যাত্রীরা রেল ভ্রমণে আরো স্বাচ্ছন্দ্য অনুভব করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //