বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন আমিনুল ইসলাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

বিতরণ করা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, বিস্কুট, ২ লিটার পানি ও মোমবাতি।

খাদ্য সামগ্রী বিতরণকালে তার সাথে ছিলেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোজাহিদ বিন আলম কাইছার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু ইউসুফ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, নুরুল আবছার, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আবছার উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, আমিরাবাদ ইউপি মেম্বার নুরুন্নবী চৌধুরী, আধুনগর ইউপি মেম্বার আব্দুল মন্নান, যুবলীগ নেতা মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, একেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, সহ-সম্পাদক মিনহাজুল হক শিহাব, রানা বড়ুয়া, লোহাগাড়া উপজেলা সহ-সভাপতি আনোয়ার জিহান, ছাত্রলীগ নেতা জিহান, জোবায়ের প্রমুখ। 

এসময় আমিনুল ইসলাম আমিন বলেন, শেখ হাসিনার বাংলাদেশে একজন লোকও খাবারের অভাবে কষ্ট পাবে না। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই জনগণের পাশে থাকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত থাকবে। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //