ঘুরতে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনে বুয়েটের ৩৪ শিক্ষার্থী গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা বুয়েটের বর্তমান ও সাবেক ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গতকাল রবিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন নতুন বাজার (ডাম্পের বাজার) পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নৌকাসহ তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। 

এ বিষয়টি জানাজানি হলে উপজেলা ও জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রবিবার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরের ঘুরতে যান। টাঙ্গুয়ার হাওরে ঘুরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্প্রিট বোট পর্যটকবাহী নৌকাটি থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়া ও বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বলেন, রবিবার বিকেল থেকে নৌকার দুইজন চালকসহ বুয়েটের ৩৪ জন শিক্ষার্থীকে আটক করে থানা নিয়ে আসে। কি কারণে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তা জানতে চাইলে কোনো উত্তর দেননি ওসি।

সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, রবিবার তাহেরপুরের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে শহিদুলের নৌকা থেকে বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে।

গ্রেপ্তাররা হলেন- মেটেরিয়াল্স অ্যান্ড মেটালারজিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের আফিফ আনোয়ার, মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের বখতিয়ার নাফিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মো. সাইখ সাদিক, নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ইসমাইল ইবনে আজাদ, একই বিভাগের প্রথম বর্ষের সাব্বির আহম্মেদ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের তাজিমুর রাফি, বস্তু ও ধাতব কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. সাদ আদনান অপি, একই বিভাগের প্রথম বর্ষের মো. শামীম আল রাজি, যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. আব্দুলাহ আল মুকিত, শিল্প ও উৎপাদন কৌশলী বিভাগের প্রথম বর্ষের মো. জায়িম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের হাইছাম বিন মাহবুব, যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মাহমুদুর হাসান, আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের খালিদ আম্মার,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মো. ফাহাদুল ইসলাম, একই বিভাগের দ্বিতীয় বর্ষের তানভির আরাফাত ফাহিম, ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এ টি এম আবরার মুহতাদী, একই বিভাগের দ্বিতীয় বর্ষের মো. ফয়সাল হাবিব, বস্তু ও ধাতব কৌশল বিভাগের চতুর্থ বর্ষের আনোয়ারুল্লাহ সিদ্দিকী, মেকানিক্যাল বিভাগের (মাস্টার্স) আলী আম্মার মৌয়াজ, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের (মাস্টার্স) মো. রাশেদ রায়হান, নেভাল আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের সাকিব শাহরিয়ার, মেকানিক্যাল বিভাগের প্রথম বর্ষের ফায়েজ উস সোয়াইব, কম্পিউটার সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের আব্দুর রাফি, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের মাঈন উদ্দিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //