কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮.৪২ শতাংশ

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী। 

আজ শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। 

তিনি জানান, এবছর পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন। পাস করে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ পাঁচ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ পাঁচ পেয়েছে ১১ হাজার ৭১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯৩ জন এবং মানবিকে ১৫৯ জন জিপিএ পাঁচ পেয়েছে। গত বছর জিপিএ পাঁচ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ।

ড. আসাদুজ্জামান জানান, গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাস, অর্ধেক নম্বর ও কম বিষয়ের ওপর পরীক্ষা হয়েছিলো। এবার সব বিষয়ের ওপর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়। তাই এবার ফেলের হার বেশি। গণিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানবিকে অন্যান্য বছরও ফেলের হার বেশি থাকে, এবারও ব্যতিক্রম হয়নি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //