সিলেটের নগর পিতা হলেন লন্ডনি আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী জয় পেয়েছেন। সিসিকের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সিলেট আওয়ামী লীগের ছয়-সাত নেতাকে ডিঙিয়ে দলের মনোনয়ন পেয়ে তিনি প্রথম দফা চমক দেখিয়েছিলেন। এবার ভোটে জিতে তিনি দ্বিতীয় চমক দেখালেন।

আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিত সিসিক নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।

সিসিকের ১৯০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১ হাজার ৭৯২ ভোট।

আওয়ামী লীগ প্রার্থীর মিডিয়া সেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে জানানো হয়েছে, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রাত সাড়ে ৮টায় প্রেস ব্রিফিং করবেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। সিসিকের মোট ১৯০ কেন্দ্রে ভোটার ছিলেন ৪ লাখ ৮৬ হাজার ৬০৫। নির্বাচনে মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৪৭ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //