সাজেকে ডায়রিয়ায় দুজনের মৃত্যু, আক্রান্ত আরো অনেকে

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। মারা যাওয়া দুজনই ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের দুর্গম লাংথিয়ান পাড়ার বাসিন্দা।

মৃতরা হলেন- গবতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা (৬০। এর আজ বুধবার (৭ জুন) ভোর রাতে গবতি বালা ত্রিপুরা আর বেলা ১টার দিকে দরুং ত্রিপুরা (৬০) ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বনবিহারী চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাড়ায় আরো ২০ জন এবং আশপাশের পাড়ায় নারী-শিশু, বৃদ্ধসহ বহুজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আছেন।

ইউপি সদস্য বনবিহারী জানান, গত এক সপ্তাহ ধরে সাজেকের লাংথিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইজা পাড়া, রায়না পাড়া ও শিয়ালদহসহ আশপাশের বেশকিছু এলাকায় ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এলাকার আশেপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয় বৈদ্যদের (তান্ত্রিক) কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকেন। এলাকায় যাতায়াতের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে এত দূর থেকে মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানো সম্ভব হয়ে ওঠে না।

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম। পায়ে হাঁটাপথ ছাড়া বিকল্প নেই। মূলত খাবার পানি থেকে এই রোগ ছড়াচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় ওষুধ, পানিসহ একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, মেডিকেল টিম পাঠানো হয়েছে। আগামীকাল তারা পৌঁছাবে এরপর জানা যাবে কী অবস্থা। কতজন আক্রান্ত হয়েছে বা বিস্তারিত তথ্য।

প্রসঙ্গত, রাঙ্গামাটির দুর্গম উপজেলাগুলোতে প্রতি বছরই ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে৷ বিশেষ করে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন, জুরাছড়ির দুমদুম্যা ও মৈদং ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের বাসিন্দারা ডায়রিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হন। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ওইসব দুর্গম এলাকার বাসিন্দারা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে না পাড়ায় অসুস্থ হয়েই মারা যান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //