২ ঘণ্টায় কুকুরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

জামালপুরে মাত্র ২ ঘণ্টায় ৪৪ জনকে পাগলা কুকুর কামড়ায়। গুরুতর অবস্থায় আক্রান্তরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার টানা দুপুর পর্যন্ত ৪৪ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসেন। রেজিস্টার অনুযায়ী অধিকাংশরাই শহরের ফুলবাড়িয়া এলাকার। অন্যরা শহরের অন্যান্য এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর।

জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদুল ইসলাম রাজিব জানান, যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি-না জানা যাচ্ছে না। তবে আক্রান্তরা প্রত্যেকের শরীরের বিভিন্নস্থানে ক্ষত ছিল। তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (ARV) নাই, শুধুমাত্র RIG (Rabies immune Globulin) ইনজেকশন দেয়া হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, কুকুরে কামড়ানো রোগীদের দুইটি ভ্যাকসিন দিতে হয়। এরমধ্যে একটি ভ্যাকসিন হাসপাতালে ছিল, সেগুলো দেওয়া হয়েছে। অনেকেই বাকি ভ্যাকসিনটা বাইরে থেকে সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, আপাততঃ পৌরসভায় কুকুরের জন্মনিরোধক ভ্যাকসিন নেই, এসব জুন মাসে বরাদ্দ আসে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাতঙ্কের কিছু ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //