‘গাজীপুর সিটি নির্বাচন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ঝাঁকুনি খেয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, একটা বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলেও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ঝাঁকুনি খেয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২২ মে) গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার জানান, এই নির্বাচনে অংশ নেওয়া সকল দল ও প্রার্থীদের জন্য কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে সম-সুযোগ বা সদাচরণের জন্য আহ্বান জানানো হয়। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমানের নির্বাচন কমিশন সরকার জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্ব-স্ব ভূমিকা যথাযথভাবে পালন করার অনুরোধ করেন তিনি।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার বলেন, নির্বাহী বিভাগের দায়িত্ব হচ্ছে নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা করা। নির্বাচন কমিশন এক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। অতীতেও নির্বাচনের ব্যাপারে অনিয়মের অভিযোগ এসেছে। কেউ প্রচারণায় বাধা সৃষ্টি করছে এমন ঘটনা আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী বিভাগকে কাজে লাগানোর জন্য। প্রয়োজনে তিনি নির্বাহী বিভাগের লোকদেরকে বাধ্য করতে পারেন।

দিলীপ সরকার আরো বলেন, সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে প্রত্যাশা আমাদের ছিল তা পূরণ না হলেও যে সকল দল ও প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা সকলেই যেন নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে সম-সুযোগ বা সমাজচরণ পান। এই নির্বাচনে যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান হয়। একই সাথে নির্বাচন কমিশন সরকার জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল অংশে জোনসহ অবস্থান থেকে স্ব-স্ব ভূমিকা যথাযথভাবে পালন করে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করবেন।


সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, একজন প্রার্থীর কি যোগ্যতা তার পুরোপুরি তথ্য একজন ভোটারের জানা উচিত। এক্ষেত্রে একজন ভোটার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উপযুক্ততা নির্ণয় করতে পারেন। নির্বাচিত হওয়ার পর নির্বাচিত  ব্যক্তিকে অবশ্যই তার জবাবদিহিতা যোগ্যতা স্বচ্ছতা এবং জন অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। সেসব বিষয় নির্ণয়ের ক্ষেত্রেও ভোটারকে প্রার্থীর তথ্য জানতে হবে। প্রার্থীর মধ্যে জবাবদিহিতা আছে স্বচ্ছতা আছে কিন্তু সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো যোগ্যতা নেই। সেসব বিষয়গুলোর ব্যাপারে ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভোটার প্রার্থীর তথ্য কাজে লাগাতে পারবেন।

সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিতে সম্মেলনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, গাজীপুর সিটিতে একটি স্বচ্ছতাপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইভিএমএ এবং থাকছে সিসি ক্যামেরা। এছাড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নির্বাচনী এলাকা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //