মোটরসাইকেলের ট্যাংকে মিলল কোটি টাকার স্বর্ণ

মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতর থেকে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে লালমনিরহাট ১৫ বিজিবি। যার বাজারমূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা। 

গতকাল শুক্রবার (১২ মে) বিকেল ৫টার দিকে লালমনিরহাট বিজিবি দপ্তরের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে লালমনিরহাট ১৫বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই পাচারকারীকে আটক করে বিজিবি।

রবিউল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কুড়িগ্রামের কাশিপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় মোটরসাইকেলযোগে ওই পাচারকারী ব্যক্তি স্বর্ণের বার নিয়ে ভারতের দিকে যাচ্ছিলেন। পরে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভিতর থেকে ১৪০ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা। 

 পরে আসামিকে রাতেই থানায় সোপর্দ করে বিজিবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //