রঙ-তুলিতে বিশ্বকবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে এবার ছিল নতুন আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে ১০জন চিত্রশিল্পী একসাথে এঁকেছেন বিশ্বকবির নানা ভাবনার ছবি। রবীন্দ্র ভক্তরা এবার গান আবৃত্তি আর নাটকের সাথে উপভোগ করেছেন নতুন এ ধারার শিল্পকর্ম। দেখেছেন আঁকিয়েদের ক্যানভাসে ফুটিয়ে তোলা রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গতির ছবি। নতুন এ আয়োজন তাদের মুগ্ধ করেছে।

অপরদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে শুরু হয়েছে তিনদিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব।

গত সোমবার (৮ মে) সকালে উৎসবের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।


তিনদিন যাবত সিরাজগঞ্জ রবীন্দ্র কাচারি বাড়িতে ভিড় জমান রবীন্দ্র প্রেমিকরা। নাচ-গান আবৃত্তি আর নাটকের মধ্যে দিয়ে আজ বুধবার (১০ মে) শেষ হবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ-গানের আবৃত্তির পাশাপাশি রং-তুলিতে একদল শিল্পী মনের ক্যানভাসে আঁকেন রবি ঠাকুরকে। কারো ক্যানভাস সাদা। কারো বা কালো আবার কেউবা নানান রঙে রাঙিয়ে তুলেছেন ক্যানভাস। তবে সব শিল্পীদের ভাবনাতেই রবীন্দ্রনাথ ঠাকুর। ধীরে ধীরে কারো কারো ক্যানভাসে ফুটে উঠছেন রবীন্দ্রনাথ। আবার কেউবা ক্যানভাস ভরেছেন কবির হাতের লেখা কবিতা বা কাচারি বাড়ির ছবি দিয়ে। নানা রংয়ে রবীন্দ্রমুরতি ১০ চিত্রশিল্পীর ক্যানভাসে জীবন্ত হয়ে উঠলো সময়ের সাথে সাথে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুর শিলাইদহ, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে একযোগে শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছেন বিশ্বকবির জন্মজয়ন্তীতে। শিল্পীরা বলেন, ভালোবাসা ও যুদ্ধের ভাষা ফুটিতে তুলতে তুলির চেয়ে ভালো আর কী হয়। কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁরই বাড়িতে বসে তাকে তুলিতে আঁকতে পেরে ধন্য মনে হচ্ছে। অনেক ভালো লাগছে। শিল্পকলা একাডেমি এমন আয়োজন করায় খুশি তারা।

কাছারি বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থীরা জানালেন, এমন আয়োজন আগে কখনো হয়নি। রবি ঠাকুরের গান-কবিতা-নাটক উৎসবের দিন দেখলেও এবার এমন আয়োজনে বিমোহিত আমরা।


আর এই ভিন্ন আয়োজনের আয়োজন কারি জেলা শিল্পকলার কালচারাল অফিসার মাহামুদুল হাসান লালন বলেন, জেলার বাইরের ১০জন শিল্পী রং-তুলিতে কবিগুরুকে আঁকছেন। কেউবা ছবি আবার কেউবা গানের ভাষায় ফুটিয়ে তুলেছেন কবিগুরুকে।

রবীন্দ্রনাথের ভাবনাকে শিশু কিশোরসহ সব বয়সী মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।


এদিকে কবিগুরু জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ও কর্মকে ধারণ করেছিলেন। আমাদের যে জাতীয় সঙ্গীত সেটিও কবিগুরুর লেখা। তাই জাতি গঠনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের অনুসরণ করতে হবে। তার লেখা কবিতা-গান বাংলাকে সমৃদ্ধ করেছে।

জেলা প্রশাসকের আয়োজনে আগামী তিনদিনের অনুষ্ঠানে উপজেলা ও জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃতি, প্রবন্ধ পাঠ, জীবনী ভিত্তিক আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //