বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) দিবাগত-রাত আড়াইটার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

নিহত আকতার কুমারী চাককাটা এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, জমির পাকা ধান কেটে ঘরের উঠানে রেখেছিলেন আকতার। রাতে উঠানে বন্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে কিছু একটা আলো নিয়ে বের হওয়ার সাথে সাথে হাতিটি আক্তার হোসেনকে তাড়া করতে তাকে। একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী জায়গায় হাতির শুড় দিয়ে তাকে পিছন থেকে আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, ঘটনাস্থলে বনবিভাগের লোক গেছেন। আইনানুগ প্রক্রিয়া গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশ ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //