রূপগঞ্জে গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার রূপগঞ্জ-কাঞ্চন সড়কের রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও বিপণন শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, পাইপলাইন লিকেজ হয়ে গ্যাস বেরোচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের লোকজনকে ঘটনাস্থল পাঠানো হয় এবং ডিআরএস থেকে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও জানান, দ্রুত লিকেজ হওয়া পাইপলাইন মেরামত কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে আজ রাতের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //