আগ্নেয়াস্ত্রসহ দুই চরমপন্থি আটক

যশোরের বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের মুখপাত্র বেলাল হুসাইন। যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এর যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপণ কুমার সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) গভীর রাতে বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন,বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০) এবং একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০)। 

প্রেস ব্রিফিং এ জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান চালায় একদল পুলিশ। এসময় আতিয়ার রহমান ও মহিদুল ইসলামকে আটক করেন। এরপর মহিদুল ইসলামের ঘর থেকে একটি রিভলবার, দুটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। 

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তারা ভারত থেকে অবৈধ অস্ত্র বহন করে নিয়ে আসছিল। এসময় পুলিশ তাদের আটক করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //