জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ শুরু

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসচ্ছল ৪০ হাজার পরিবারে মাঝে জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসময় খাদ্যসামগ্রী হিসাবে চাউল, ডাউল ও তেল বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে পৌর এলাকার বেড় গোপিনাথপুর কিংশুক ব্রিকসে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ।

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মোমিনুল ইসলাম মানিক প্রমুখ।


উল্লেখ্য, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশনা মোতাবেক প্রতিবছরের ন্যায় এবারও সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসচ্ছল ৪০ হাজার পরিবারে মাঝে জাহেদী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ঈদুল ফিতর পর্যন্ত চলমান থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //