মোশতাককে বঙ্গবন্ধুর প্রতিযোগী বলে তোপের মুখে আ.লীগ নেতা

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী বলেছেন খন্দকার মোশতাককে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এর প্রতিবাদে আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও ছাত্রলীগের সাবেক নেতারা। এসময় তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবি করেন।

বক্তারা জানান, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সহ-সভাপতি মাস্তাফিজুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন তার বক্তব্যের একপর্যায়ে খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী হিসেবে উল্লেখ করেন। এসময় উপস্থিত অতিথিরাও মাথা নেড়ে তার এ বক্তব্যের সমর্থন জানান। এ সংক্রান্ত ২৪ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ওই সভায় উপস্থিত সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. হাছান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট আকন্দ ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুল আলম খোমেন।

অভিযোগ প্রসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন মুঠোফোনে বলেন, রাজনৈতিক প্রতিযোগী ছিলেন, ইতিহাস তাই বলে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, খণ্ডিত একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //