শহীদ মিনারে শ্রমিক লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিমুখী সংঘর্ষ

মানিকগঞ্জে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলা শ্রমিক লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শহীদ মিনারে ফুল দিতে আসা উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। 

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের সরকারি উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে জেলা শ্রমিক লীগের দুই পক্ষ। এতে পক্ষ নিয়ে যোগ দেয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

জানা যায়, আজ সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারে যান। সেখানে জেলা আওয়ামী লীগের পর একে একে জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। এ সময় শ্রমিক লীগের দুই পক্ষের নেতাকর্মীরা আলাদা ব্যানারে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

পরে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ফুল দেওয়ার জন্য জেলা শ্রমিক লীগের একাংশের নেতা আবদুল জলিলের নাম মাইকে ঘোষণা করেন। এ সময় জেলা শ্রমিক লীগের আরেক অংশের নেতা বাবুল সরকারের অনুসারীরা প্রতিবাদ করেন। তখন শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাঁশের লাঠি নিয়ে নেতাকর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া শুরু করেন। জেলা যুবলীগের নেতাকর্মীরা শ্রমিক লীগ নেতা জলিলের পক্ষে এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বাবুল সরকারের পক্ষ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দলের জ্যেষ্ঠ নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সানজিদ কাজল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিম উদ্দিনসহ ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে জলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকে তারা শহীদ মিনারে এ ধরনের ঘটনা ঘটাতে পারে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //