কক্সবাজারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

কক্সবাজারের উন্নয়ন এবং পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনীয় পরিকল্পনায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময়কালে এমন আশ্বাস প্রদান করেন ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি (আরআর) স্টেফান লিলার।

স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধিদল দুপুর ২টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছালে চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার তাদের স্বাগত জানান। পরে কউক অফিস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

টানা ১ ঘণ্টার এই বৈঠকে ইউএনডিপির সাব অফিস প্রধান রবার্ট স্টোয়েলম্যান, কারিগরি বিশেষজ্ঞ গবেষক মাইকেল ভন ট্যানজেন পেজ, কমিউনিটি সেফটি প্রোগ্রামের ম্যানেজার মাসুদ করিম, সিএক্সবি অপারেশন ইউনিটের কর্মকর্তা সাজাদ সিকদার, কউকের সদস্য প্রকৌশল লে: কর্নেল খিজির খান, উপ নগর পরিকল্পনাবিদ তানভীর হাসান রেজাউল, অথরাইজ অফিসার রিশাদ উন নবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানান, কক্সবাজারের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের সার্বিক বিষয়ে প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় কক্সবাজারে পরিবেশবান্ধব ইকো রিসোর্ট উন্নয়ন, কমিউনিটি নিয়ন্ত্রণ, পর্যটন ব্যবস্থা, সমুদ্র পরিচ্ছন্ন রাখা, ব্লু-ইকোনমি, জলবায়ু পরিবর্তন, মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।

কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানান, কউক ইতিমধ্যে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে স্মার্ট ইকো হাউস তৈরির গবেষণা শুরু করেছে।  সমুদ্র নিকটবর্তী মানুষের জীবন মান উন্নয়নে ও জলবায়ু সহনীয় গবেষণার বিস্তারিত তাদের জানানো হয়। একই সঙ্গে শহরের পর্যটনের উন্নয়নে এখানে পর্যটন সেবা সংশ্লিষ্ট কারিগরি ও প্রশিক্ষণমূলক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও ইউএনডিপির প্রতিনিধিদের জানানো হয়।

সব শুনে প্রতিনিধিদলটি এসব প্রকল্পে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। সংস্থাটি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে দ্রুত সময়ের মধ্যে আবারো কক্সবাজার আসবেন বলে সম্মতি জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //