জামালপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার উধাও

জামালাপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার উধাও হওয়ার খবর পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঘটনাটি জানাজানি হলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, কামালপুর ইউনিয়নের কামালপুর স্থলবন্দর সংলগ্ন এলাকায় ১০৮৩ এর ১২টি (ইংরেজি বর্ণ) নম্বর বাংলাদেশ-ভারত সীমানার আন্তর্জাতিক পিলারটি ছিল। কয়েকদিন আগে সেটি স্থানীয়দের নজরে থাকলেও হঠাৎ উধাও হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় কৃষকরা ভয়ে কৃষিজমিতে কাজ করতে যেতে পারছেন না। ফলে শত শত একর জমির ধান পানির অভাবে নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবির পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। পিলারটি কীভাবে হারিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় হাতির উপদ্রব বেশি, বন্যহাতি এটা তুলে দূরে কোথাও ফেলতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় গতকাল রৌমারী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী পিলারটির সন্ধান করছে। তবে কৃষকদের জমিতে চাষাবাদের কাজে যেতে অসুবিধা নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //