বেনাপোলে ভারতফেরত কিশোর যাত্রীর করোনা শনাক্ত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতফেরত এক কিশোরের (১৩) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই কিশোরের বাড়ি বাগেরহাটের শ্রীরামপুরে, তার বাবার নাম জয়দেব সিকদার।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আক্রান্ত অভিজিৎ সিকদার টুরিস্ট ভিসায় গত ৬ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে গতকাল রবিবার বিকেলে দেশে ফিরতে বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত হন।

এসময় তার শারীরিক অবস্থা সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে সে করোনা আক্রান্ত বলে নিশ্চিত হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে বাংলাদেশি এক কিশোর যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

এদিকে ওই কিশোরকে যশোরে আইসোলেশনে নেওয়া হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //