‘প্রতিটি মানুষকে করোনা টিকা দিতে খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা’

দেশের প্রতিটি মানুষকে করোনার টিকা দিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনেক উন্নত দেশ করোনার চিকিৎসা ও টিকা বিনামূল্যে সরবরাহ করেনি। অথচ বাংলাদেশে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন নির্বাচন এলেই বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নির্বাচন আসছে। এজন্য আবারো রাস্তাঘাটে মিছিল, ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে সাধারণ মানুষ এবং পুলিশকে আহত করছে তারা। বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা ভোটের রাজনীতি বিশ্বাস করে না।’

বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়, ভোটে যেতে চায় না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ জনগণ তাদের ভোট দেবে না, সেটা ভালো করেই জানে। এজন্য ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায় তারা। ক্ষমতায় গিয়ে কি করবে, তা বলে না। ক্ষমতায় গিয়ে কী মানুষ মারবে, না খাইয়ে রাখবে, নাকি গ্রেনেড হামলা করে মানুষ মারবে, নাকি মানুষকে ঘরবাড়ি বানিয়ে দেবে, আরও ভাতা দেবে—কিছু তো বলে না তারা। শুধু ক্ষমতায় যেতে চায়।’

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সার থেকে লুটপাট করেছে, বিদ্যুৎ থেকে লুটপাট করেছে। তখন মানুষ বিদ্যুৎ পায়নি। এসব দেশের মানুষ জানে। তারা ক্ষমতায় গেলে বর্তমান সরকারের দেওয়া সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। তখন আপনারা কেউ বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //