চরফ্যাশনে তিন ইউপির ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ইউপির মধ্যে দুই ইউপিতে স্বতন্ত্র এবং একটিতে নৌকার প্রার্থী জয় পেয়েছেন।

বিজয়ীরা হলেন, জিন্নাগড় ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সায়েদুর রহমান মিঠু এবং নীল কমল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন।

চরফ্যাশন উপজেলা রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৬৬ দশমিক ৭৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ফলাফলে জিন্নাগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন হেসেন মিয়া পাঁচ হাজার আটশো ৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার আট ভোট।

আমিনাবাদ ইউনিয়নে সায়েদুর রহমান আনারস প্রতীকে চার হাজার ছয়শো ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন দুই হাজার দুইশো ৪৬ ভোট। অন্যদিকে নীল কমল ইউনিয়নে ইকবাল মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার দুইশো ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হাওলাদার নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার একশো ৭৫ ভোট।

এই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //