মাহফিলের খিচুড়ি খেয়ে শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত, মৃত্যু ১

টাঙ্গাইলের দেলদুয়ারে মাহফিলের খিচুড়ি খেয়ে শতাধিক নারী ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে রাহেলা বেগম নামের এক বৃদ্ধা মারা যান। তিনি উপজেলার আটিয়া ইউনিয়নের গ‌জিয়াবা‌ড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী। 

এদিকে এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিভাগ থেকে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে গ‌জিয়াবা‌ড়ি এলাকায়। 

স্থানীয়রা জানান, গত রবিবার স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে তোবারক হিসেবে খিচুড়ি দেয়া হয়। যারা খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত হয়। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ শতাধিক নারী পুরুষ। এরমধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম জানান, আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতরদের হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের মধ্যে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //