জঙ্গিবাদবিরোধী অভিযান

থানচি ও আলীকদমে ভ্রমণ নিষেধাজ্ঞা

জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

রবিবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসন পর্যটনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে ১৭ অক্টোবর প্রশাসন রুমা ও রোয়াংছড়িতে পর্যটনের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে, যা বর্তমানে কার্যকর রয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞার মধ্যদিয়ে জঙ্গিবাদবিরোধী অভিযানের কারণে জেলার সাতটি উপজেলার মধ্যে চারটি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।

জেলা ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমানের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ঘোষিত নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

শনিবার বান্দরবান সেনানিবাস থেকে প্রাপ্ত চিঠি অনুযায়ী জঙ্গি ও অপরাধীদের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় এবং গোয়েন্দা তৎপরতা বাড়াতে টহল দেয়ার জন্য এটি আরোপ করা হয়েছে।

গত ১০ অক্টোবর থেকে বান্দরবানে আন্ডারগ্রাউন্ড জঙ্গি ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানে এ পর্যন্ত বান্দরবান ও রাঙামাটির পাহাড়ি বনাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ সাত জঙ্গি ও তিনজন স্থানীয় অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //