মনে হচ্ছে বিএনপির বোধদয় হয়েছে: আইনমন্ত্রী

‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যকে তাদের (বিএনপির) বোধদয় বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অর্থিক অনুদান প্রদান শেষে তিনি এ কথা বলেন।

এর আগে, গতকাল রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। 

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আখাউড়ায় বলেন, ফখরুল সাহেব যেটা বলেছেন তাতে মনে হচ্ছে, তাদের বোধোদয় হয়েছে। সেটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো কথা।

এডভোকেট আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি।

রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী উপজেলার ২২টি পূজা মণ্ডপের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন।








সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //