মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় রূপ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার (৭ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। 

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রূপ ফিলিং স্টেশন জ্বালানী তেল বিক্রিতে পরিমাণে কম দিচ্ছে। 

পরে অভিযান চালিয়ে দেখা যায়, তারা ৫ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল কম দিচ্ছে। এ ঘটনায় রূপ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে গাইবান্ধা জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //